ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মানবপাচারকারী চক্রের নারী সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
রাজধানীতে মানবপাচারকারী চক্রের নারী সদস্য আটক

রাজধানীর বিমানবন্দর এলাকায় এক শিশুকে পাচার করতে তুলে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্ত চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় এক শিশুকে পাচার করতে তুলে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্ত চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দর সংলগ্ন সড়ক থেকে রুমা আক্তার (২৫ নামে) ওই নারীকে আটক করা হয়।

সন্ধ্যায় বিমানবন্দর থানার পরিদর্শক এজাজ শফী বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, ১১টার দিকে বিমানবন্দর এলাকার  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাঁনতারা (৮) নামে এক শিশুকে পাচার করতে সিএনজিতে  উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রুমা। সেসময় শিশুটির চিৎকারে পাশেই দাঁড়িয়ে থাকা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ তাকে আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদে রুমা তার পরিচয় দিয়ে তিনি পাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেন।  

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে জানান এজাজ শফী।
  
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।