ঢাকা: কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতের ব্যাপারে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (জিএফএমডি) নবম সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতির কথা জানান সংস্থাটির মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং।
বৈঠকে কর্মসংস্থানমন্ত্রী বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ অভিবাসন তৈরিতে আইন প্রণয়নে সহযোগিতার জন্য আইওএম’র মহাপরিচালকে ধন্যবাদ জানান। আগামীতে এ সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ জানান তিনি।
আইওএম’র মহাপরিচালক বলেন, আগামীতে বাংলাদেশ থেকে অধিকহারে বিদেশে কর্মী পাঠানো হবে এবং প্রত্যেক কর্মীর নিরাপদ অভিবাসন হবে সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন (জিএফএমডি) বাংলাদেশের অভিবাসন ক্ষেত্রে অনেক সহযোগিতা ও নিরাপদ অভিবাসন তৈরিতে কাজ করবে।
বাংলাদেশ সময়: ০১১১ ডিসেম্বর ১১, ২০১৬
জেপি/ওএইচ/