ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের অগ্রভুলোট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর বিজিবি-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল জলিল বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এজেডএইচ/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।