আশুলিয়া (সাভার): আশুলিয়ার জামগড়া এলাকায় ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরি বোর্ড গঠন করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন উইন্ডি গ্রুপের শ্রমিকরা।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জামগড়ার বেরন এলাকার উইন্ডি গ্রুপের পাঁচ হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, পরিস্থিতি সামাল দিতে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এসআই