নোয়াখালী: জেলা পরিষদ নির্বাচনে নোয়াখারীতে চারজন চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন পদে ৯২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রার্থীদের মধ্যে সমঝোতা ও লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক ডা. এ বি এম জাফর উল্যাহ পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. এ কে এম জাফর উল্যাহ পেয়েছেন চশমা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কাজী ফখরুল ইসলাম মন্টু পেয়েছেন আনারস এবং জাতীয় পার্টি (মঞ্জু) সমর্থিত প্রার্থী সাংবাদিক মীর মোশারফ হোসেন মীরন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
এসময় সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ ও ৭৩ জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন প্রতীক বরাদ্দের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি/এসআই