ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, ডিসেম্বর ১২, ২০১৬
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন পদে ৮১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দিনভর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন পদে ৮১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দিনভর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ খান পাঠান পেয়েছেন আনারস প্রতীক, সাংবাদিক ফকরুল আলম বাপ্পী চৌধুরী পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৯ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।