সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিম হায়দার, অধ্যাপক খায়রুল ইসলাম, আব্দুল সালেক, মহানন্দ পাল, সফিকুল ইসলাম, কনক কুমার অধিকারী, দুলাল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সব যোগ্যতা থাকার পরও ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজটি জাতীয়করণ করা হয়নি। অন্যদিকে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ডিমলা মহিলা কলেজ জাতীয়করণ করা হয়েছে। এটা দুঃখজনক।
মানববন্ধন শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজি/এটি