ভোলা: ভোলা সদর উপজেলার সাত শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীকে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলেরন সম্মেলন কক্ষে তাদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশারেফ হোসেনের ভাই গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নাসির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন জাহাঙ্গীর, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মো. ইউনুছ, ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও মাছুমা খানম স্কুলের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম।
মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলীনগর মাধ্যমিক বিদ্যালয়, চরনোয়াবাদ মুসলিম হাই স্কুল, জামিরালতা ফাজিল মাদ্রাসা, দক্ষিণ চরনোয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় ও ব্যাংকেরহাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিককর্মী তালহা তালুকদার বাঁধন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরবি/এটি