ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জামালপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

জামালপুর: জামালপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (১২ ডিসম্বের) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছয় জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার পেয়েছেন (ঘোড়া), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী পেয়েছেন (আনারস), সহ সভাপতি সোহরাব হোসেন বাবুল পেয়েছেন (জীপগাড়ি), যুগ্ন সম্পাদক সরওয়ার জাহান পেয়েছেন (চশমা), আনজুমান আরা পেয়েছেন (কাপপিরিচ) ও জাতীয় পার্টি (মঞ্জু) প্রার্থী অ্যাডভোকেট বাবর আলী পেয়েছেন (মোটরসাইকেল)।

এছাড়াও, ১৫টি ওয়ার্ডে ৪৯ জন সদস্য এবং পাঁচটি সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।