ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ডিসেম্বর ১২, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে প্রতীক বরাদ্দ

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন (চশমা), জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরুল হুদা মুকুট (মটর সাইকেল), আহবাব হোসেন চৌধুরী (ঘোড়া) ও নারী চেয়ারম্যান পদপ্রার্থী চঞ্চলা দাস পেয়েছেন (আনারস) প্রতীক পেয়েছেন।

এছাড়াও সুনামগঞ্জের ১৫টি ওয়ার্ডের সদস্য পদে ৭৬ ও মহিলা সংরক্ষিত আসনে ২০ নারী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।