ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে বাল্য বিবাহকে লাল কার্ড

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
বদরগঞ্জে বাল্য বিবাহকে লাল কার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরের বদরগঞ্জে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড বিষয়ক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বদরগঞ্জ, রংপুর: রংপুরের বদরগঞ্জে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড বিষয়ক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি আবেদা গুলশান।

বিশেষ অতিথি ছিলেন- বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম, রুবিনা বেগম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ্ আল মামুন, মাধমিক শিক্ষা অফিসার শহিদুল হক, ওসি (তদন্ত) মো. শাহিন।

এছাড়াও শিক্ষক আফজাল হোসেন, জিল্লুর রহমানসহ এলাকার অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালা পরিচালনা করেন ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।