ঢাকা: বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) দীর্ঘ মেয়াদী কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিএমএ-তে আয়োজিত অনুষ্ঠানে বিএমএ’র ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সিরাজুল ইসলাম শিকদার প্যারেডে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এ কুচকাওয়াজের মাধ্যমে মোট ২৭ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ২৫ জন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। এর আগে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বিএমএ’র বেলম্যান হ্যাঙ্গারে এসে পৌঁছালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল আবু সাঈদ মোহাম্মদ বাকির তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমএ ও চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এএটি/এমজেএফ