ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৩ দোকান মালিককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
কেরানীগঞ্জে ৩ দোকান মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে বেকারিসহ তিন দোকান মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে বেকারিসহ তিন দোকান মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান জুমন এ আদেশ দেন।

পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে জানান, বিএসটিআই’র অনুমোদনহীন পণ্য বাজারজাত করার অভিযোগে বেঙ্গল বেকারির মালিক আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন রাখার দায়ে ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা এবং আনোয়ার হোসেন নামে এক মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।