ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমতলীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আমতলীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আমতলীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাল্যবিয়ে বন্ধ করা হয়। 

বরগুনা: আমতলীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।  বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাল্যবিয়ে বন্ধ করা হয়।

 

বুধবার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মো. স্বপন আকনের মেয়ে সাবিহা ইসলামের (১৪) সঙ্গে ও একই ইউনিয়নের পুজাখোলা গ্রামের হোসেন মোল্লার ছেলে মো. মহসীন মোল্লার বিয়ের দিন ধার্য করা হয়।

খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল আলম ওই বাড়িতে উপস্থিত হয়ে বাবা মাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।