ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।
সমিতির মিলনায়তনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে (বাদ জোহর) খতমে কোরআন, বিকেলে (বাদ আসর) মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সমিতির ট্রাস্টের সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা মরহুম এস এম ইউসুফের জন্য বিশেষ দোয়া করা হয়। এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
ঈদে মিলাদুন্নবী’র (সা.) তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ। মোনাজাত পরিচালনা করেন মিরপুর শাহ্ মনির (র.) জামে মসজিদের খতিব মওলানা মুহাম্মদ আব্দুল হাকিম।
সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গঠিত কমিটির সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন খান।
উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু আলম চৌধুরী, ট্রাস্টি ভাইস চেয়ারম্যান আবদুল করিম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক হান্নানা বেগম, সদস্য সচিব ও জেলা জজ মো. সফিউল আজম চৌধুরী, সদস্য মোহাম্মদ মারুফ শাহ চৌধুরী, ট্রাস্ট সেক্রেটারি মো. শাহাব উদ্দীন কোরেশী, বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মোবারক ও ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী।
নির্বাহী কমিটির সহ-সভাপতি এম. এমদাদুল ইসলাম, সুলতান মাহমুদ, সৈয়দ নুরুল ইসলাম, মো. মহিউল ইসলাম মহিম, সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ ও মো. শাহাদাত হোসেন চৌধুরী হিরো, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন সিদ্দিকা লিনা, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম. সাইফুদ্দিন আহমদ (বাবুল), দফতর সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শাহাজান (মন্টু), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আনিচ উল মাওয়া (আরজু), আইন সম্পাদক এম. মাসুদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য শফিকুর রহমান শফিক, আহমদ মমতাজ, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, নূর মোহাম্মদ, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, মো. কামাল হোসেন তালুকদার, জাহিদ আবছার চৌধুরী, মহিউদ্দিন আহমদ চৌধুরী, মো. মামুনুর রশীদ রাসেল, আবরাজ নুরুল আলম প্রমুখ।
বুধবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এটি