সাভার (ঢাকা): সাভার বাজার বাসস্ট্যান্ড ও গেন্ডা বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. মিজানুর রহমানের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি বলেন, অবৈধভাবে সড়কের জায়গা দখল করে দোকান-পাট তৈরি করায় জনজীবনে দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ উচ্ছেদ অভিযান শুধু ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, এখন থেকে সারা বছর এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন-সাভারের স্থায়ী সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগসহ সাভারের সওজ কর্মকর্তা ও সাভার মডেল থানার পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি/আরএ