সিলেট: সিলেট ওসমানী নগরে রাস্তার পাশে থেকে অজ্ঞাতপরিচয় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর ৮ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাগজপুর ব্রিজ সংলগ্ন সড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দু’টি কার্টনে মরদেহটি আট টুকরো করে কার্টনবন্দি করা হয়। মরদেহের সঙ্গে একটি শিশুর কিছু কাপড় পাওয়া যায়।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মনে হয় না। তবে পারিবারিক বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে। কিংবা হত্যার পর পরিচয় শনাক্ত যেন না করা যায় এ জন্য নৃশংসভাবে মরদেহটি আট টুকরো করে কার্টনবন্দি করে ফেলে দেয়া হয়েছে।
মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি আবদুল আউয়াল।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনইউ/জিপি/আরআই