মানিকগঞ্জ: মানিকগঞ্জে মেয়েকে বাল্যবিয়ের দেওয়ার আয়োজন করায় নুরু মিয়া নামের এক ব্যক্তিকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত খন্দকার এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত খন্দকার বাংলানিউজকে জানান, বিকেলে সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বাবুল মিয়ার (২০) সঙ্গে নুরু মিয়ার মেয়ে সুমার (১৫) বিয়ের আয়োজন চলছিল। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়।
বাল্যবিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা নুরু মিয়াকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আরএ