ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
কুষ্টিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, আপ লাইন চালু করায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় ট্রেনটি পোড়াদহ স্টেশনে ঢোকার আগেই এ ঘটনা ঘটে।  

পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে পাবর্তীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ স্টেশনে ঢোকার আগেই একটি বগি লাইনচ্যুত হয়। তবে আপ লাইন খুলে দেওয়ায় পোড়াদহ থেকে সব রুটে যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সেইসঙ্গে উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।