কিশোরগঞ্জ: পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরের উন্নয়নে আওয়ামী লীগ সরকার পিছিয়ে নেই।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের স্কুল মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং কাজ করে যাচ্ছে। এসব উন্নয়নে হাওর এলাকাও পিছিয়ে নেই। হাওর ও হাওরের মানুষদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য হাওরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা।
পরে মন্ত্রী বন্যা ব্যবস্থাপনার অধীনে বাজিতপুর-নিকলী এলাকার মরাখাল ও নদী খনন কাজের উদ্বোধন করেন এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/আরএ