ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের যশোর অফিস উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বাংলানিউজের যশোর অফিস উদ্বোধন বাংলানিউজের যশোর জেলা অফিস উদ্বোধন করেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন, ছবি: মানজারুল ইসলাম

দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন জেলা যশোরে উদ্বোধন হলো বাংলানিজের যশোর জেলা অফিস।

যশোর: দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন জেলা যশোরে উদ্বোধন হলো বাংলানিজের যশোর জেলা অফিস।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে এ অফিস উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে এডিটর ইন চিফকে ফুল দিয়ে শ‍ুভেচ্ছা জানান বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট উত্তম ঘোষ।

শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ জেলরোড এলাকার আরএস ভবনের নিচতলায় কার্যক্রম শুরু করছে বাংলানিউজ।

এডিটর ইন চিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন উত্তম ঘোষঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-শিল্প ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে যশোর। ঐতিহ্যবাহী এ জেলায় নতুন পথচলায় জেলার ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষাবিদ, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক পরিমণ্ডল ও সব শুভানুধ্যায়ী পাশে থাকবে বলেই আশা বাংলানিজের।

অফিস উদ্বোধন শেষে এডিটর ইন চিফ বলেন, ‘অনলাইন যেভাবে দ্রুত অগ্রসরমান, তাতে বিভিন্ন জেলায় অফিস থাকা অপরিহার্য। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে বাংলানিউজের কাযর্ক্রম  আরও বাড়বে। খুলনা বিভাগে এটি আমাদের দ্বিতীয় অফিস। পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় আমরা আরও কর্মীবাহিনী নিয়োগ করবো। ’
২০১৫ সাল থেকে খুলনা ব্যুরো অফিস কার্যক্রম চালাচ্ছে। রোববার বিকেলে অফিস উদ্বোধন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বিতর্ক, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

**যশোরে বাংলানিউজ সন্ধ্যা

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।