ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানবপাচারকারী চক্রের ১৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
মানবপাচারকারী চক্রের ১৬ সদস্য আটক

রাজধানীর খিলগাঁও, রমনা এবং  নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড এলাকা থেকে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র্যাব-৩। 

ঢাকা: রাজধানীর খিলগাঁও, রমনা এবং  নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড এলাকা থেকে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র্যাব-৩।  

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি বাংলানিউজকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক মুফতি মাহমুদ খান।

 

গত ২৪ ঘণ্টায় নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড ও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযানে তাদের আটক করা হয়।  

র্যাব-৩ থেকে জানানো হয়, মানবপাচারকারী চক্রের যেসব সদস্যদের আমরা আটক করেছি তারা দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ থেকে শুরু করে, বিদেশ যাওয়ার প্লেনে উঠিয়ে দেওয়া পর্যন্ত কাজ করতো। আমরা তাদের সবাইকে আটক করেছি। তাদের কাছ থেকে বিভিন্ন নকল নথি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে দুপুর ২টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬  
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।