খাগড়াছড়ি: ছয় দফা দাবিতে খাগড়াছড়িতে জেলা গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের সভাপতি প্রবীন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সমন্বয়কারী শাহাজান কবির জহির, দীঘিনালা উপজেলা ভাইস- চেয়ারম্যান সুষময় চাকমা, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া।
অনুষ্ঠানে জেলার নয় উপজেলার ৩৬০ জন গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে গ্রাম পুলিশ সদস্যরা খুবই অবহেলিত। তবুও আইনশৃংখলা বাহিনী বিভিন্ন কাজ করে থাকে। কিন্তু পার্বত্য এলাকার গ্রাম পুলিশরা তিন হাজার টাকা বেতনের মধ্যে সরকারি অংশ পেলেও ইউনিয়ন পরিষদের ৫০ ভাগ তারা পাচ্ছেননা। তাই অন্যান্য বাহিনীর মত গ্রাম পুলিশের সুযোগ সুবিধা বাড়ানোসহ ছয় দফা দাবি করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি