ঢাকা: পরবর্তী সেশনের জন্য ইউনাইটেড নেশনস এডুকেশন, সাইন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) এর মহাপরিচালক পদে নির্বাচনে বাংলাদেশে সফররত কাতারের দিওয়ান আমিরির উপদেষ্টা হামাদ বিন আব্দুল আজিজ আল কায়ারিকে সমর্থন করবে বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ইউনেস্কো মহাপরিচালক পদে প্রার্থী হিসেবে নিজের জন্য বাংলাদেশের সমর্থন চান হামাদ বিন আব্দুল আজিজ আল কায়ারি।
এ সময় তাকে বাংলাদেশের সমর্থনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আগামী অক্টোবরে প্যারিসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। হামাদ ইউনেস্কো মহাপরিচালক পদে প্রার্থী হওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামাদ বিন আব্দুল আজিজ আল কায়ারিকে বলেন, আপনি প্রার্থী জেনে খুব খুশি হয়েছি।
দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে সর্ম্পক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশ ও জনগণের জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার দারিদ্র বিমোচনে কাজ করছে।
হামাদ বিন আব্দুল আজিজ আল কায়ারিকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সুসর্ম্পকে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার উন্নয়নসহ আর্ন্তজাতিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা। অন্যরা তাকে অনুসরণ করতে পারে। বাংলাদেশ ও কাতারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রস্তুত আছে। উপযুক্ত সময়ে এটি স্বাক্ষর করা যেতে পারে।
একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী কন্যা সায়মা হোসেন পতুলের অটিজম বিষয়ে বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গণের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বাংলাদেশ সময়:১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমইউএম/আরআই