ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হান্নান শাহ’র স্ত্রী দগ্ধ হয়ে হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
হান্নান শাহ’র স্ত্রী দগ্ধ হয়ে হাসপাতালে

বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র স্ত্রী নাহিদ হান্নানকে (৬৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে...

ঢাকা: বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র স্ত্রী নাহিদ হান্নানকে (৬৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র বাসায় তিনি দগ্ধ হন।

ঘটনার পর পরই ছেলে শাহ রেজাউল হান্নান তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

এদিকে নাহিদ হান্নানের দগ্ধ হওয়ার ব্যাপারে দুই রকম তথ্য পাওয়া গেছে। পরিবারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, বাথরুমের গিজার (গরম পানির ট্যাংক) বিস্ফোরণ হয়ে তিনি ঝলসে গেছেন।

অন্যদিকে হাসপাতালে আসা স্বজনরা বলছেন, খাবার গরম করার সময় শাড়িতে আগুন লেগে দগ্ধ হয়েছেন নাহিদ হান্নান।

এ ব্যাপারে কথা বলার জন্য নাহিদ হান্নানের ছেলে শাহ রেজাউল হান্নানকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। ঢামেকে দায়িত্ব পালনরত সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিরক্তি প্রকাশ করেছেন বলে জানা যায়।

ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, নাহিদ হান্নানের বাম হাতের পুরোটা, ডান হাতের কব্জি ও মুখের কিছু অংশ ঝলসে গেছে যা পুরো শরীরের ৯ শতাংশ’র মতো হবে। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬/আপডেট ২০০৬
এজেডএস/এজেড/আইএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।