ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
গোপালগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ গোপালগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনারের মাধ্যমে এ রিপোর্ট প্রকাশ করা হয়।


 
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার মোড়ক উন্মোচন করে গোপালগঞ্জের অর্থনেতিক শুমারি ২০১৩-এর রিপোর্ট সম্বলিত বইয়ের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম কিবরিয়া, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম ও গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।