ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাঁকানো শীতে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জাঁকানো শীতে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি জাঁকানো শীতে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি/ছবি-আনোয়ার হোসেন রানা

পৌষের মাঝামাঝি সময় পার হয়ে অবশেষে শীত আসতে শুরু করেছে রাজধানী ঢাকায়৷ আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও জাঁকিয়ে শীত পড়তে চলেছে নগরীতে। উত্তরাঞ্চলসহ দেশের গ্রামাঞ্চলে শহরের চেয়েও জোরালো হবে শীতের প্রকোপ।

ঢাকা: পৌষের মাঝামাঝি সময় পার হয়ে অবশেষে শীত আসতে শুরু করেছে রাজধানী ঢাকায়৷ আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও জাঁকিয়ে শীত পড়তে চলেছে নগরীতে। উত্তরাঞ্চলসহ দেশের গ্রামাঞ্চলে শহরের চেয়েও জোরালো হবে শীতের প্রকোপ।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, উত্তুরে হাওয়া ঢুকছে রাজধানীসহ সারা দেশে৷ শনিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, আর দেশের মধ্যে সবচেয়ে বেশি নেমেছে তেতুঁলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি। জাঁকানো শীতে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি/ছবি-আনোয়ার হোসেন রানা ডিসেম্বরের মাঝামাঝি বা পৌষের শুরুর দিকে গত ১৩ ডিসেম্বর ১৪ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়াবিদরা মনে করেছিলেন, তীব্র শীতের দেখা বুঝি পাওয়া শুরু হলো। তবে আবারও উষ্ণ হয়ে ওঠে সূর্য, বাড়তে থাকে তাপমাত্রা।

এবার অবশ্য আবহাওয়ার পূর্বাভাস বলছে, আর তেতে উঠবে না সূর্য, বরং এখন থেকে আগামী মাসখানেক কমতেই থাকবে তাপমাত্রা। ০৪ বা ০৫ জানুয়ারি উত্তুরে হাওয়ায় ভর করে আরও শীতল হবে প্রকৃতি৷ ওই দু’দিনে উত্তরাঞ্চলে ৯ দশমিক ৪ ডিগ্রির পাশাপাশি রাজধানীতে ১৩ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার কথা জানান আবহাওয়াবিদরা। জাঁকানো শীতে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি/ছবি-আনোয়ার হোসেন রানাআর তীব্র শীতের সূচনাটা মূলত তখন থেকেই। সর্বনিম্ন তাপমাত্রা ০৯ জানুয়ারি ১২ ডিগ্রি থাকার পর কমতে কমতে ১৩ জানুয়ারি নাগাদ ১০/১১ ডিগ্রিতে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে স্বাভাবিকভাবেই উত্তরে সবচেয়ে তীব্র শীত নামবে ৭/৮ ডিগ্রি তাপমাত্রার হাত ধরে।

এভাবেই জমিয়ে শীতের আমেজ অনুভব দিয়ে নতুন ইংরেজি বছর শুরু করতে চলেছেন রাজধানীসহ দেশবাসী৷ আবহাওয়ার বদল না হলে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। এমনকি ২০১৭ সালের প্রথম মাসটাই শীতার্ত হয়ে থাকতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।