ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিকিৎসার জন্য ব্যাংককে মানব জমিনের মতিউর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
চিকিৎসার জন্য ব্যাংককে মানব জমিনের মতিউর রহমান দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী

ঢাকা: অসুস্থ অবস্থায় দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চিকিৎসার জন্য ব্যাংকে নেওয়া হয়েছে।

 

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়।

এর আগে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পত্রিকার বার্তা সম্পাদক কাজল ঘোষ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাংককের বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল থেকে মানব জমিনের অপর এক কর্মী জানান, গত ২৬ ডিসেম্বর মতিউর রহমান চৌধুরীর বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে তিনি কিছুটা ভেঙ্গে পড়েন।

গত দুই দিন ধরে তার শরীরে বিভিন্ন জটিলতা দেখা দিলে প্রথমে স্কয়ার ও পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  

ভাইয়ের মৃত্যু ও নিজের শারীরিক অসুস্থতা মিলিয়ে অবস্থা কিছুটা জটিল হওয়াতে দ্রুত তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার, জানান ওই কর্মী।

**এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হচ্ছে মতিউর রহমান চৌধুরীকে

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।