ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এখনো থেমে বগুড়া মেইল, বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলের পথে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
এখনো থেমে বগুড়া মেইল, বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলের পথে

গাইবান্ধা: বোমা আতঙ্কে সকাল ৮টা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে আটকে আছে বগুড়া মেইল ট্রেনটি। এ কারণে লালমনিরহাট-সান্তাহার ও রংপুর-দিনাজপুর রুটে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, বোমা সদৃশ বস্তুটি শনাক্ত এবং উদ্ধারে রংপুর সেনাবাহিনীর  বিভাগীয় একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।    

বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া বাংলানিউজকে জানান, আধাবেলা (দুপুর ২টা পর্যন্ত) হরতালের কারণে বামনডাঙ্গা স্টেশনে আটকে থাকা বগুড়া মেইল ট্রেনের নিচে সকাল ১১টার দিকে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়।

এরপর থেকে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়েও গাইবান্ধা পুলিশ প্রশাসন সেটিকে শনাক্ত বা উদ্ধার করতে পারেনি। বোমা সদৃশ বস্তুটি উদ্ধার না করা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে না।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রংপুর বিভাগীয় সেনাবাহিনীর বোম ধ্বংসকারী একটি দল বামনডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। তারা এসেই বস্তুটিকে শনাক্তসহ উদ্ধার করবেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ

** বামনডাঙ্গা স্টেশন থেকে বোমা উদ্ধার, ট্রেন চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।