ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে নির্যাতিত প্রতিবন্ধী তরুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে নির্যাতিত প্রতিবন্ধী তরুণী হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে নির্যাতিত প্রতিবন্ধী তরুণী

দীর্ঘ ১৬ দিন ধরে সিরাজগঞ্জ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় কাতরাচ্ছেন শারীরিক নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী এক তরুণী (১৮)।

সিরাজগঞ্জ: দীর্ঘ ১৬ দিন ধরে সিরাজগঞ্জ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় কাতরাচ্ছেন শারীরিক নির্যাতনের শিকার বাকপ্রতিবন্ধী এক তরুণী (১৮)।

গুরুতর অবস্থায় ভর্তি হওয়া ওই মেয়েটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও কথা বলতে না পারায় তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, ১৭ ডিসেম্বর দুপুরের দিকে শরীরের বিভিন্ন স্থানে পোড়া ও ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন বাকপ্রতিবন্ধী ওই মেয়েটি। পৌর এলাকার হোসেনপুর মহল্লার বাস শ্রমিক আব্দুল মান্নান তাকে হাসপাতালে নিয়ে এসেছেন।

বাস শ্রমিক আব্দুল মান্নান বলেন, ১৭ ডিসেম্বর সকালে ওই মেয়েটি গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে পড়ে ছিল। আমি মেয়েটিকে দেখে সদর হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে যাই। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে পোড়ার মতো ক্ষত দেখা যায়। সম্ভবত ১৬ ডিসেম্বর গভীররাতে কেউ মেয়েটিকে রাস্তায় ফেলে রেখে গেছে।

সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, কেমিকেল কিংবা গরম পানি দিয়ে মেয়েটির দেহের বিভিন্ন স্থান ঝলসে দেওয়া হয়েছে। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান,  মেয়েটির শারীরিক অবস্থার খোঁজ খবর রাখা হচ্ছে। এছাড়া তার নাম-পরিচয় খুঁজে বের করারও চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।