ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুয়াকাটায় হবে মেগা বিচ কার্নিভাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জানুয়ারি ২, ২০১৭
কুয়াকাটায় হবে মেগা বিচ কার্নিভাল

পটুয়াখালী: নদী, বিল, খাল এই তিনে বরিশাল গড়ার ইতিহাস ঐতিহ্য এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরার লক্ষ্যে কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে মেগা বিচ কার্নিভাল।

এ উপলক্ষে সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টায় কুয়াকাটা বিচহ্যাভেন মিলনায়তনে মেগা বিচ কার্নিভাল ও আমাদের করণীয়- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রুমান ইমতিয়াজ তুষার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর ফসিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র পান্না মিয়া।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির আহম্মেদ ভূঁইয়া, কুয়াকাটা হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।