ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাণিজ্যিক সম্প্রচারে রেডিও ক্যাপিটাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
বাণিজ্যিক সম্প্রচারে রেডিও ক্যাপিটাল বাণিজ্যিকভাবে রেডিও ক্যাপিটাল’র সম্প্রচার উদ্বোধন, ছবি: দীপু মালাকার

ঢাকা: বাণিজ্যিকভাবে সম্প্রচারে এলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আরেক মিডিয়া প্রতিষ্ঠান রেডিও ক্যাপিটাল। এখন থেকে এফএম ৯৪.৮ টিউন করে সংবাদ ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান শুনতে পারবেন শ্রোতারা।

সোমবার (০২ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) রেডিও ক্যাপিটালের উদ্বোধন করা হয়।

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান কেক কেটে আনুষ্ঠানিকভাবে রেডিওটির বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন করেন।

এ সময় রেডিও ক্যাপিটালের সাফল্য কামনা করে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

গত বছরের নভেম্বর থেকেই এফএম ৯৪.৮ টিউনের মাধ্যমে রেডিওটি শুনতে পারছিলেন শ্রোতারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয় থেকে রেডিও ক্যাপিটালের সম্প্রচার হচ্ছে। ২৪ ঘণ্টার বিরতিহীন আয়োজন শুনতে অনলাইনে সার্চ করতে হবে www.radiocapital.fm লিংকে।  

অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফ‍া কামাল, রেডিও ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর মেহেদী মালেক সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান সফলতার শীর্ষে অবস্থান করছে। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের দিক-নির্দেশনায় অন্য প্রতিষ্ঠানগুলোর মতো রেডিও ক্যাপিটালও সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবে। ’

ইমদাদুল হক মিলন বলেন, ‘আজ রেডিও ক্যাপিটাল যাত্রা শুরু করলো। যা হলো জয়যাত্রা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রথমে থাকার জন্য এসেছে। ’

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাকি পাঁচ মিডিয়া প্রতিষ্ঠান হলো- অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
কেজেড/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।