ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
সুনামগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সুনামগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা- ছবি: আবু বক্কর

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কান্দিগাঁও (আমরিয়া) গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে চলে ২টা পর্যন্ত।

প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার ছাতক, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, তাহিরপুর ও সিলেটর জৈন্তা, কানাইঘাট থেকে আগত প্রায় ৯৬টি ঘোড়া অংশ নেয়।

এসব ঘোড়ার রয়েছে নানা নাম-হৃদয় বাংলা, বাংলা সুলতান, নিহাত বাংলা। ঘোড়ার সওয়ার হিসেবে ছিলো বিভিন্ন বয়সের শিশুরা।

সুনামগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা- ছবি: আবু বক্কর

সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রাম থেকে আগত ঘোড়ার সওয়ার আবু তাহের বাংলানিউজকে বলেন, আমি ঘোড়দৌড়ে অংশ নেই আনন্দের জন্য। আগামী বছরও এ প্রতিযোগিতা হলে অংশ নিবো।

এ প্রতিযোগিতার আয়োজক কমিটির পরিচালক হাজী লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, ঘোড়দৌড় হচ্ছে গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। এ গ্রামে এই প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী বছরও এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।