ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহী মহানগরে চলা অটোরিকশা হলুদ রঙ করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
রাজশাহী মহানগরে চলা অটোরিকশা হলুদ রঙ করার নির্দেশ

রাজশাহী: আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী মহানগরের ভেতরে চলা সিএনজিচালিত সব থ্রি-হুইলার অটোরিকশায় হলুদ রঙ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

থ্রি-হুইলার গাড়ি চিহ্নিত করতে আঞ্চলিক পরিবহন কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক সাদেকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, বডির বাইরের অংশ হলুদ রঙ করার জন্য রাজশাহী মহানগরের ভেতরে চলা থ্রি-হুইলার গাড়িগুলোর মালিকদের ইতোমধ্যে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ সিএনজিচালিত অটোরিকশার ফিটনেস ও ট্যাক্স টোকেন হালনাগাদ করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত কর্যকর না হলে ব্যবস্থা নেওয়া হবে, জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭

এসএস/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।