ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় উন্নয়ন মেলা শুরু সোমবার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
খুলনায় উন্নয়ন মেলা শুরু সোমবার খুলনা জেলা প্রশাসন ও পিআইডির উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন সংবাদ সম্মেলন

খুলনা: খুলনার সার্কিট হাউজ মাঠে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৭। সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন।

মেলায় খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের বিগত ৮ বছরে সরকারের গৃহীত বহুমুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে।

মেলার আয়োজন উপলক্ষে শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসন ও পিআইডির উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, আগামী ৯ থেকে ১১ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন মেলা। এতে খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের বিগত আট বছরে সরকারের গৃহীত বহুমুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। খুলনার সার্কিট হাউজ ময়দানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ার অঙ্গীকার পূরণে ইতোমধ্যে সরকারি-বেসরকারি দফতরের গৃহীত উন্নয়ন কার্যক্রমের প্রচারণার লক্ষ্যে এ মেলা আয়োজিত হতে যাচ্ছে। এই মেলার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী খুলনাকে শিল্পনগরী হিসেবে পরিচিত করার উদ্যোগ নতুন করে শুরু করা হবে।

৯ জানুয়ারি সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মেলা প্রাঙ্গণে শেষ হবে।

এদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করবেন। মেলায় প্রতিদিন সেমিনার, লোক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী থাকবে।

এতে জাতীয় উন্নয়নের পাশাপাশি খুলনার উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হবে। মেলা উপলক্ষে ট্রাক সজ্জার মাধ্যমে উন্নয়নমূলক লোক সংগীত পরিবেশন করা হবে জানান জেলা প্রশাসক নাজমুল আহসান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মো. জাভেদ ইকবাল, পিআইডির সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, বাসসের প্রতিনিধি এসএম জাহিদ হোসেনসহ সরকারি দফতরের কর্মকর্তা, খুলনার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এমআরএম/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।