ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
কেরানীগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ কেরানীগঞ্জে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ‌‘সংগঠন ৯৫’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন এসব শিক্ষা উপকরণ বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন-কেরানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, শুভাঢ্যা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ুন, ‘সংগঠন ৯৫’ এর সদস্য ইমরান আলী মোল্লা, মো. করিম, মো. রহিম, মো. জাহিবুল, মুফতি তুহিন, শামিম আহমেদ, মো. জাকির, মো. মোস্তাক ও উৎপল মজুমদার প্রমুখ।

‌ইমরান আলী মোল্লা বাংলানিউজকে বলেন, আমরা প্রাথমিকভাবে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কিছু শিক্ষা উপকরণ দিয়েছি।

আমাদের ইচ্ছে আছে আগামীতে আমরা গরিব শিক্ষার্থীদের ইউনিফর্ম কিনে দেবো।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।