ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় বসেছিল, তারা কেউ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরেনি। ফলে স্বাধীনতা বিরোধী নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছিল।

মন্ত্রী বলেন, এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ক্ষমতায়, এজন্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

শনিবার (০৭ জানুয়ারি) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকান্দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মো. মোফাজ্জেল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্করসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডি‌সেম্বর ০৭, ২০১৬
এমএস/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।