ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষায় দস্যু নির্মূল করা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
সুন্দরবন রক্ষায় দস্যু নির্মূল করা হবে

পটুয়াখালী: স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করছি আর অপার সম্ভাবনাময় সুন্দরবন রক্ষায় দস্যু নির্মূল করা হবে।

শনিবার (০৭ জানুয়ারি) পর্যটন কেন্দ্র কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ ও আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছেন তারা প্রশাসনের সহাযোগিতায় সামাজিকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

যারা আত্মসমর্পণ করেননি তাদের র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, নৌ বাহিনীর মাধ্যমে খুঁজে বের করা হবে।

ব্যার-৮’র বরিশাল অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল রেঞ্জার ডিআইজি শেখ মো. মারুফ হাসান, পটুয়াখালী জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক সিদ্দিকী, পুলিশ সুপার মোশফিকুর রহমান, র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমএসি/এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।