ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে জাটকা ধরা ও বিক্রির দায়ে ৪ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নেছারাবাদে জাটকা ধরা ও বিক্রির দায়ে ৪ জেলের জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাটকা ধরা ও বিক্রির দায়ে চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম তালুকদার এ জরিমানা করেন।

অর্থ দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার মনোজ (৩৫), সজল মণ্ডল (৪৫), নিখিল দেউরী (৩২) ও মনি দাস (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে মৎস্য বিভাগের কর্মকর্তারা সন্ধ্যা নদীর ঘনমান এলাকায় অভিযান চালিয়ে জাটকা ধরার সময় মনোজ, সজল ও নিখিল দেউরীকে আটক করে। এদিকে, শনিবার সকালে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ৪০ কেজি জাটকাসহ মনি দাসকে আটক করা হয়।

পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।