ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ঠাকুরগাও: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নের কুজি শহর এলাকায় ট্রেনে কাটা পড়ে শুনীল দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শুনীলের বাড়ি পঞ্চগড় জেলার আটোমারী থানার রাধানগর গ্রামে।

রুহিয়া রেল স্টেশন মাস্টার মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ৪২ ডাউন ট্রেনটি কুজি শহর এলাকায় পার হচ্ছিল। এসময় না বুঝে মানসিক ভারসাম্যহীন শুনীল চলন্ত ট্রেনের সামনে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহারিয়ার বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামালা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।