ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মৌলভীবাজার: মৌলভীবাজারে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলের বিটিআরআই গেস্ট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এরপর পরিবহন শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকসহ প্রশাসন, সাংবাদিক ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিছু সদস্যের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এসময় ভাঙচুর করা হয় কয়েকশ’ গাড়ি ও দোকানপাট। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক আহত হন।   এর প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়।

**মৌলভীবাজারে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।