ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৬ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
সিরাজগঞ্জে ৬ জনের জেল-জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় ট্রাক চালক প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং এ নির্দেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ট্রাক চালক হাসান আলী (৪০), সুমন (২৫), হারেজ (৩২), রতন (৩৫), বুদ্দু (৩৮) ও লাল চান সেখ (৪২)।

সদর থানার উপপরিদর্শক আব্দুল বারেক বাংলানিউজকে জানান, পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় ট্রাক চালককে আটক করা হয়।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।