ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটি টাকার প্লাস্টিক দানাসহ কাভার্ড ভ্যান জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
কোটি টাকার প্লাস্টিক দানাসহ কাভার্ড ভ্যান জব্দ

ঢাকা: রাজধানীর বকশিবাজার থেকে বন্ড সুবিধার অপব্যবহার করে কাঁচামাল খোলা বাজারে বিক্রির অভিযোগে প্লাস্টিক দানা বোঝাই কাভার্ড ভ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
 
তিনি বলেন, শুক্রবার চট্টগ্রাম বন্দর থেকে কাভার্ড ভ্যানটি ঢাকার বকশিবাজারে আসে।

শনিবার ভোরে বন্ড সুবিধার পাওয়া কারখানায় না নিয়ে এগুলো বকশিবাজারে বিক্রি করে দেয়। বন্ডের এ কাঁচামাল (প্লাস্টিক দানা) দিয়ে গার্মেন্টসের প্যাকেজিং তৈরি পূর্বক বিদেশে রফতানির করার শর্তের শুল্কমুক্তভাবে খালাস নেওয়া হয়েছে।

এসব কাঁচামাল আশুলিয়ার এফএল প্যাকেজিং লিমিটেড আব্দুল হাকিম সওদাগর সিঅ্যান্ডএফ এজেন্টের বিল অফ এন্ট্রির মাধ্যমে খালাস করে। আরেকটি কার্ভার্ড ভ্যান হবিগঞ্জে অবস্থিত রানা গার্মেন্টস এক্সেসরিস লিমিটেডের উদ্দেশে না নিয়ে খোলা বাজারে বিক্রি করে দিয়েছে বলে জানান তিনি।

অভিযোগের সত্যতা নিশ্চিতে দু’টি প্রতিষ্ঠানে গেলে জানানো হয়, শুক্রবার কোনো পণ্য চট্টগ্রাম বন্দর থেকে বের হয়নি এবং কোনো পণ্য শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রবেশ করেনি।

ড. মইনুল খান জানান, জব্দ করা কাভার্ড ভ্যানে পণ্যের মূল্য ৭৬ লাখ টাকা। পণ্যে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল খোলা বাজারে বিক্রি করায় রাজস্ব ফাঁকি হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
 
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরইউ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।