ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থানচিতে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্দেহে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
থানচিতে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্দেহে আটক ১

বান্দরবান: বান্দরবানের থানচিতে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্দেহে জোহান ত্রিপুরা (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। জোহান ত্রিপুরার বাড়ি উপজেলার রেমাক্রি ইউনিয়নে বলে জানা গেছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, বিকেল থেকে থানচি বাজার ও আশপাশের এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১টি ওয়াকিটকি সেট, ১টি এলএমজির হ্যান্ডেল, ১টি মোবাইল সেট, ২০টি টেলিটকের রিচার্জ কার্ড, ২টি সিম ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে।  

বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরাকান আর্মিকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতো বলে ধারণা করা হচ্ছে।  

তাকে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।