ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেলিম আল দীনের স্ত্রী পারুলের ইন্তেকাল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
সেলিম আল দীনের স্ত্রী পারুলের ইন্তেকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ও নাট্যাচার্য  সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান।

তিনি বলেন, রোগাক্রান্ত হয়ে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন মেহেরুন্নেসা পারুল।

তার কোনো সন্তান না থাকায় আত্মীয়-স্বজনরাই দেখাশুনা করতেন। বাদ আসর জাবি উপাচার্য বাসভবনের সামনের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সম্পন্ন হবে অরুণা পল্লিতে দাফন।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেন।

সেলিম আল দীন ১৯৭৪ সালে বেগমজাদী মেহেরন্নেসার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি সেলিম পৃথিবী ছেড়ে চলে যান।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।