ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল শিক্ষক মঞ্জুরী খাতুনকে (৩৬) শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামী শাহাদত হোসেন মণ্ডলকে (৪৪) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টচার্য এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত শাহাদত হোসেনের বাড়ি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামের ছামছুল হুদার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু মো. আব্দুল্লা আল কনক জানান, ২০০৭ সালের ১৭ জুন মঞ্জুরী খাতুনের সঙ্গে শাহাদত হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এরপর ২০১১ সালের ২১ এপ্রিল শাহাদত তার স্ত্রী বাবার বাড়িতে আসেন। পরদিন রাতের কোনো এক সময় তিনি   মঞ্জুরীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় মঞ্জুরীর বাবা মকবুল হোসেন খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।