ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কথায় না কাজে বিশ্বাস করি, যা ওয়াদা করি তা পালন করি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কথায় না কাজে বিশ্বাস করি, যা ওয়াদা করি তা পালন করি মহাসমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

ঢাকা: আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যা ওয়াদা করি তা পালন করি।

তিনি বলেন, অনেকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টা করেছিল, তারা বিশ্বাস করতে পারেননি। কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়েছি।

তা আজ বাস্তব।

জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বাংলাদেশ আরও ২৫ বছর আগেই উন্নত হতো বলেও এ সময় মত দেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আয়োজন। মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

পৃথিবীর কোনো দেশ শিক্ষার্থীদের এতো বই বিতরণ করতে পারেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা বিনামূল্যে এতো বই-ই দিয়েছি, প্রতিটি শিক্ষার্থী বই পেয়েছে। কেবল আমরাই এটা পেরেছি। এখন শিক্ষার প্রতিটি স্তরে বৃত্তি দেওয়া হয়, যা আগে কখনও ছিল না, এটাও আওয়ামী লীগ সরকার করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার মানুষ উন্নত জীবন পাবে, সেইভাবে সম্মানিত জাতি হিসেবে বিশ্বসভায় আমরা নিজেদের প্রতিষ্ঠিত করছি, সে লক্ষ্যেই কাজ করছি।

বিএনপি-জামায়াতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা বাংলাদেশে থাকলেও মন-আত্মা পাকিস্তানের। তারাই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলেছিল। বাংলার মানুষ কখনও কোনো অন্যায়কে মেনে নেয়নি, তাদের এই অন্যায়ও টেকেনি। ২১ বছর পর সরকার গঠন করে, উন্নয়নের জন্য কাজ করেছি।

শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষের মুখে আল্লাহর রহমতে খাদ্য তুলে দিতে সক্ষম হয়েছি। আজকে আর ক্ষুধায় কাতর হতে হয় না। বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। যারা বাকি, তাদের সবাইকে ঘর বানিয়ে দেবো। এছাড়া চিকিৎসা সেবা পাবে প্রতিটি মানুষ, সে জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
খালেদা এতিমের টাকা মেরে খেয়েছেন

‘ট্যাংক’ নিয়ে জনসভায় হাজির জাহাঙ্গীর মুন্সী
জাতির পিতা যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উত্তাল সোহরাওয়ার্দী-টিএসসি


বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।