মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইজিপি বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করছি।
আইজিপি আরো বলেন, এর আগে দেশে যত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা আমরা উদঘাটন করেছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই এমপি লিটন হত্যার তদন্ত কাজ চলছে।
এমপি লিটন হত্যার মধ্য দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এটাকে আইন-শৃঙ্খলার অবনিত বলা যায় না। বরং দেশের বর্তমান পরিস্থিতি অন্য যে কোনও সময়ের চেয়ে ভালো আছে। যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
পরে আইজিপি পুলিশ হলে রংপুর বিভাগের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তারা সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ