ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
নওগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি রাইস মিল ও পাঁচটি মিষ্টি তৈরির কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা প্রশাসনের (ভূমি) কমিশনার উম্মুত বানী দ্যুতি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ মেজর হাসান আরাফাত বাংলানিউজকে জানান, দুপুরে সাহা অটো রাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, সকালে একই এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে পাঁচটি কারখানা মালিকে ২০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।