মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা প্রশাসনের (ভূমি) কমিশনার উম্মুত বানী দ্যুতি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ মেজর হাসান আরাফাত বাংলানিউজকে জানান, দুপুরে সাহা অটো রাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, সকালে একই এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে পাঁচটি কারখানা মালিকে ২০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজি