ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরতলীর ত্রিমোহনী বাজার রেলক্রসিং এ ট্রেনে কাটা পড়ে ইলিয়াস আহমেদ (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইলিয়াস আহমেদ জেলা সদরের বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের শমসের আলী কাচুয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ত্রিমোহনী বাজারের দিকে যাচ্ছিলেন ইলিয়াস।

পথে রেলক্রসিং এ কাউনিয়া থেকে রমনাগামী লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।  

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে প্রায় চারশ’ গজ দূরে ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ওই রেলক্রসিং এ কোনো গেটম্যান ছিল না। এছাড়া দিনভর ঘন কুয়াশা থাকায় সামনের কিছু দেখতে না পেয়ে ইলিয়াস এ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।